4702

10/25/2025 দেশে আনা হলো পৌর মেয়র বাবুর লাশ

দেশে আনা হলো পৌর মেয়র বাবুর লাশ

নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল ২০২১ ০০:১১

ভারতে গিয়ে মারা যাওয়া রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবুর (৫৬) লাশ দেশে আনা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বেলাপোল স্থলবন্দর দিয়ে তাঁর লাশ দেশে আনা হয়। এর আগে গত বুধবার (২১ এপ্রিল) ভোরে বেঙ্গালুরুর নারায়ণা হেলথে চিকিৎসাধীন অবস্থায় মেয়র মারা যান।
মনিরুল ইসলাম বাবু রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক। গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি মহল্লায় তাঁর বাড়ি। হার্টের সার্জারির চিকিৎসার জন্য তিনি ভারতে গিয়েছিলেন। সার্জারির আগে শারীরিক পরীক্ষার সময় দেখা যায়- তাঁর কিডনি নষ্ট। এ কথা শুনে তাঁর ব্রেইন স্ট্রোক হয়। এরপর তিন দিন তিনি লাইফ সাপোর্টে থেকে বুধবার ভোরে মারা যান।
মনিরুল ইসলাম বাবু গোদাগাড়ী পৌরসভায় টানা দুইবার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাবু ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে নৌকার প্রার্থীকে পরাজিত করেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]