4703

05/03/2024 রাজশাহী বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু

রাজশাহী বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল ২০২১ ০০:১৫

রাজশাহী বিভাগের দুই জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়। এরমধ্যে বিভাগের রাজশাহী জেলায় দুইজন এবং বগুড়ায় একজন মারা যান। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৭৭১ জন।

শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৫৯ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৮৩ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ জন মারা গেছেন রাজশাহীতে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ৩২ জন, নাটোরে ১৬ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিভাগে নতুন ১৬২ জন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগের ১৪০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]