4714

05/07/2024 নাশকতার মামলায় হেফাজতের দুই নেতা রিমান্ডে

নাশকতার মামলায় হেফাজতের দুই নেতা রিমান্ডে

রাজটাইমস ডেস্ক

২৪ এপ্রিল ২০২১ ০৩:১৭

নাশকতার পৃথক মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় দুই নেতাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নিবানা খায়ের জেসী এ আদেশ দেন।
 
দুই আসামি হলেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা খালিদ সাইফুল্লাহ ও হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহদপ্তর সম্পাদক মাওলানা ইহতেশামুল হক। 
 
আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত মার্চ মাসে পল্টন থানায় করা নাশকতার মামলায় খালিদ সাইফুল্লাহকে আদালতে হাজির করে দশ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
 
অপর দিকে আট বছর আগের পল্টন থানায় করা মামলায় ইহতেশামুল হককে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাঁকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
নাশকতার মামলায় বৃহস্পতিবার হেফাজত নেতা সাইফুল্লাহকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। আর ইহতেশামুলকে রাজধানীর আরমানিটোলা থেকে গ্রেপ্তার করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]