4717

05/01/2024 রাজশাহীতে নকল ওষুধ কারখানার সন্ধান, আটক-১

রাজশাহীতে নকল ওষুধ কারখানার সন্ধান, আটক-১

নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল ২০২১ ০৮:৪৬

রাজশাহীতে একটি নকল ওষুধের কারখানা থেকে চারটি নামি কোম্পানীর বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। এসম ওষুধের কারিগর আনিসুর রহমান ওরফে আনিস (৪২) কে আটক করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শুক্রবার রাত ৯টার দিকে নগরীর চন্দ্রিমা থানার ভদ্রা জামালপুর এলাকায় আনিসের বাড়িতে অভিযান চালায়। আনিস তার একটি ঘরে মেশিন বসিয়ে ওষুধ তৈরি করতেন। আটককৃত আনিস মৃত আনসার আলীর পুত্র। 

ডিবি পুলিশের সহকারী কমিশনার রাকিবুল হাসানের নেতৃত্ব, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালিয়ে নকল ওষুধ, জৌন উত্তেজক ট্যাবলেট ও ওষুধ তৈরীর কাঁচামালসহ ওষুধ তৈরীর একটি মেশিন জব্দ করা হয়েছে। আনিস এসব নকল ওষুধ নগরীর বিভিন্ন ফার্মেসীতে সরবরাহ করতেন। আটককৃত আনিসুর জানান, তিনি ঢাকা থেকে ওষুধ উৎপাদন মেশিনটি নিয়ে এসে দীর্ঘ ১ বছর ধরে নকল ওষুধ তৈরির সাথে যুক্ত। রাজশাহী, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তিনি এই ওষুধ বিক্রি করে আসছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]