4718

07/24/2025 কারের ধাক্কায় কাভার্ড ভ্যান হেলপার নিহত

কারের ধাক্কায় কাভার্ড ভ্যান হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল ২০২১ ০৮:৫৩

রাজশাহীর পুঠিয়া ্উপজেলায় বিএনপি নেতার প্রাইভেটকারের ধাক্কায় কাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বানেশ্বর বাজারে একটি তেলপাম্পের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাভার্ড ভ্যানের হেলপারের নাম আবদুল লতিফ (৫৫)। তিনি নোয়াখালি জেলার সেনভাগ থানার ইদলপুর গ্রামের আবদুর রহিমের ছেলে। আর প্রাইভেটকারের মালিক তানোরের মিজানুর রহমান মিজান।  

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে বানেশ্বর বাজারে রাস্তার পাশে চায়ের দোকানে জটলা বাধে। এ সময় পুঠিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ নিয়ে বাজারের জনসমাগম ছত্রভঙ্গ করে লকডাউন বাস্তবায়নে অভিযান চালায়। এ সময় নির্বাহী কর্মকর্তা লাঠি হাতে তাড়া দিলে লোকজন আতঙ্কে দৌড়ে পালিয়ে যায়। 

দৌড়ে রাস্তার পার হওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে আব্দুল লতিফ। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে প্রাইভেট কারটি জব্দ করা হয়।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com