4731

09/27/2024 করোনায় বিভাগে প্রাণ গেল আরো ৩ জনের

করোনায় বিভাগে প্রাণ গেল আরো ৩ জনের

রাজটাইমস ডেস্ক

২৪ এপ্রিল ২০২১ ২২:১৫

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে বিভাগজুড়ে প্রাণ গেল আরো ৩ জনের। শুক্রবার (২৩ এপ্রিল) তাঁদের মৃত্যু হয়। এর মধ্যে বিভাগের বগুড়া জেলায় দুইজন এবং চাঁপাইনবাবগঞ্জে একজন মারা গেছেন।

শনিবার (২৪ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে জানানো হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৬২ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৮৫ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ জন মারা গেছেন রাজশাহীতে।

পাশাপাশি, চাঁপাইনবাবগঞ্জে ১৫ জন, নওগাঁয় ৩২ জন, নাটোরে ১৬ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিভাগে নতুন ১৬৮ জন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগের ১২৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

সর্বশেষ তথ্য মতে, বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৯৩৯ জন। এদের মধ্যে ২৬ হাজার ৬৮৮ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৪৮৯ জন কোভিড-১৯ রোগী।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]