4743

05/18/2024 করোনাভাইরাসে বুয়েটের সাবেক উপাচার্য সফিউল্লাহর মৃত্যু

করোনাভাইরাসে বুয়েটের সাবেক উপাচার্য সফিউল্লাহর মৃত্যু

রাজটাইমস ডেস্ক

২৫ এপ্রিল ২০২১ ১৯:১৫

করোনাভাইরাস প্রকোপে আক্রান্ত হয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক এএমএম সফিউল্লাহর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

রোববার (২৫ এপ্রিল) বাদ জোহর বুয়েট ক্যাম্পাসে জানাজা শেষে তার লাশ দাফন করা হবে।

অধ্যাপক সফিউল্লাহ ১৯৪৭ সালের ১৭ আগস্ট ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। পূর্ব পাকিস্তান ক্যাডেট কলেজে (বর্তমানে ফৌজদারহাট ক্যাডেট কলেজ) পড়াশোনা শেষে তিনি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি নেন।

কর্মজীবনে ১৯৭৩ সালে বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাষক হিসেবে যোগ দেন এবং ১৯৮৪ সালে অধ্যাপক হন। তিনি বঙ্গবন্ধু সেতু ও পদ্মা সেতু নির্মাণের জন্য নিযুক্ত বিশেষজ্ঞ প্যানেলের সদস্য ছিলেন।

প্রয়াত এই শিক্ষাবিদ ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত বুয়েটের উপাচার্য এবং পরে তিনি বেসরকারি আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]