4765

09/27/2024 বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু ॥ শনাক্ত ১৩৫

বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু ॥ শনাক্ত ১৩৫

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল ২০২১ ০০:২৩

রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে ও শনাক্ত হয়েছে ১৩৫ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩১ হাজার ১৯৪ জন ও মোট মৃত্যু হয়েছে ৪৬৬ জনের।

আগের দিন বিভাগে শনাক্ত হয়েছিল ১২০ জনের। এদিন ১৫ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭ হাজার ৭৩৩ জন। জেলায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গতদিনের তুলনায় ৮ জন বেশি। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার ৬ হাজার ১৬৯ জন।

বাঘা উপজেলায় ১৯২ জন, চারঘাট উপজেলায় ২০০ জন, পুঠিয়া উপজেলায় ১৬৩ জন, দুর্গাপুর উপজেলায় ৯০ জন, বাগমারা উপজেলায় ১২৬ জন, মোহনপুর উপজেলায় ১৫৯ জন, তানোর উপজেলায় ১২৮ জন, পবা উপজেলায় ৩৪৭ জন ও গোদাগাড়ীতে ১৫৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৫৬৪ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]