4773

01/20/2026 একাদশে নেই সাকিব, টস জিতে ফিল্ডিংয়ে কেকেআর

একাদশে নেই সাকিব, টস জিতে ফিল্ডিংয়ে কেকেআর

রাজটাইমস ডেস্ক

২৭ এপ্রিল ২০২১ ০২:৩১

পাঞ্জাবের বিপক্ষেও একাদশে জায়গা হয়নি সাকিব আল হাসানের। প্রথম তিন ম্যাচে বাজে পারফরম্যান্সের কারণে এনিয়ে তিন ম্যাচে বাদ পড়লেন সাকিব।

সাকিবকে সাইড বেঞ্চে বসিয়ে রেখেই ক্রিস গেইল-লোকেশ রাহুলদের বিপক্ষে চলতি আইপিএলে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলছে কেকেআর। 

সাকিবের পরিবর্তে আজও কেকেআরের একাদশে জায়গা পেয়েছেন ক্যারিবীয় লেগ স্পিনার সুনীল নারিন।

চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জয় দিয়ে আইপিএল মিশন শুরু করে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এরপর টানা চার খেলায় হেরে পয়েন্ট টেবিলের তলানীতে পড়ে আছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের দলটি। 

আজ নিজেদের ষষ্ঠ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কেকেআরের ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। 

কলকাতা নাইট রাইডার্স: নীথিশ রানা, শুভম গিল, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান, দিনেশ কার্তিক, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, বরুন চক্রবর্তী, শুভম মাভি ও প্রসিদ্ধ কৃষ্ণা।

পাঞ্জাব কিংস: লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, দিপক হুদা, শাহরুখ খান, ময়েস হেনরিক্স, রবি বিষ্ণু, মোহাম্মদ সামি ও আরশাদদিপ সিং।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]