4780

04/30/2024 রাবিতে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

রাবিতে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল ২০২১ ২৩:৩৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের পাশ্ববর্তী একটি পুকুরে পরিত্যক্ত মর্টার শেল পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে মেহেরচণ্ডী এলাকার মাছ চাষী শরীফ তার পুকুরে মাছের খাবার দেওয়ার সময় মর্টার শেলটি দেখতে পান।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ একটি জব্দ তালিকা তৈরি করে স্থানটি ঘিরে রাখে। পরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) খবর দিলে র‌্যাব-৫ এর একটি দল মর্টার শেলটি পর্যবেক্ষণ করে।

র‌্যাব জানায়, এটি যুদ্ধের সময় ব্যবহৃত সেনাবাহিনীর একটি মর্টার শেল। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, এটি এখনও সক্রিয় কিনা সেটি পরীক্ষা নিরীক্ষা করতে প্রশাসনের বোম ডিস্পোজাল ইউনিট এসে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]