04/19/2025 রাজশাহীতে অস্ত্রসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২১ ২৩:৪৬
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ দেশীয় অস্ত্রসহ মো. রুবেল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে। গত সোমবার বিগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত রুবেল নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া মো. রাব্বুলের ছেলে।
পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম নগরীর লক্ষীপুর আইডি বাগানপাড়া গ্রামে অভিযান চালিয়ে দুইটি দেশীয় অস্ত্রসহ রুবেলকে আটক করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, মাদক ও মারামারির একাধিক মামলা রয়েছে।