04/18/2025 করোনায় বিভাগে প্রাণহানি আরো পাঁচজনের
রাজটাইমস ডেস্ক
২৮ এপ্রিল ২০২১ ০১:১৪
বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে রাজশাহী বিভাগে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) তাঁদের মৃত্যু হয়। এর মধ্যে বগুড়ায় তিনজন ও চাঁপাইনবাবগঞ্জে দুইজন মারা গেছেন।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনটিতে জানানো হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৭১ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৯০ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ জন মারা গেছেন রাজশাহীতে।
পাশাপাশি, চাঁপাইনবাবগঞ্জে ১৭ জন, নওগাঁয় ৩৩ জন, নাটোরে ১৭ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার বিভাগে নতুন ১৩৬ জন রোগী শনাক্ত হয়েছেন।
সর্বশেষ তথ্যমতে, বিভাগের ১৯৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৩৩০ জন। এদের মধ্যে ২৭ হাজার ২৫৪ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৫৬১ জন কোভিড-১৯ রোগী।