4790

09/27/2024 বাঘায় ১ হাজার ৭৫৫ টন গম কিনবে সরকার

বাঘায় ১ হাজার ৭৫৫ টন গম কিনবে সরকার

বাঘা প্রতিনিধি

২৮ এপ্রিল ২০২১ ০৩:৩২

রাজশাহীর বাঘায় (২৭ এপ্রিল) মঙ্গলবার অভ্যন্তরীণ খাদ্য শস্য গম সংগ্রহের জন্য কৃষকদের নিয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক বাছাই করা হয়েছে। এ বছর বাঘা উপজেলার ৭টি ইউনিয়ন এবং ২টি পৌরসভা থেকে ৪ হাজার ৬০০ জন কৃষক নির্বাচন করা হয়েছে। এরমধ্যে লটারিতে ৫৮৫ জন কৃষকের নাম উঠেছে। তাদের কাছ থেকে ৩ টন হিসাবে ১ হাজার ৭৫৫ টন গম কেনা হবে।
 
সকাল সাড়ে ১১ টায় উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু। এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি অফিসার শফিউল্লা সুলতান, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, প্রভাষক আমিরুল ইসলাম, আড়ানী পৌর আওয়ামীলীগ সভাপতি শহিদ্দুজ্জামান শাহিদ, বাঘা পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস সরকার। এছাড়া উপস্থিত ছিলেন খাদ্যশস্য ক্রয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। 
 
বাঘা খাদ্যগুদাম কর্মকর্তা আলী আশরাফ বলনে, প্রতি কৃষক ৩টন গম সরবরাহ করতে পারবেন। সরকারি মূল্য ৩০ টাকা কেজি হিসাবে কৃষকদের কাছ থেকে গম কেনা হবে।
বাঘা উপজেলা খাদ্য কর্মকর্তা শামসুনাহার বলেন, আমরা প্রতিবারের ন্যায় আজ (২৭-এপ্রিল) অভ্যান্তরীণ খাদ্য শস্য সংগ্রহের জন্য উন্মুক্ত লটারী করেছি। এ বছর বাঘা উপজেলার ৭টি ইউনিয়ন এবং ২টি পৌরসভা থেকে ৪ হাজার ৬০০ জন কৃষক নির্বাচন করা হয়েছে। এরমধ্যে লটারিতে ৫৮৫ জন কৃষকের নাম উঠেছে। তাদের কাছ থেকে ৩ টন হিসাবে ১ হাজার ৭৫৫ টন গম কেনা হবে।
 
 
 
 
এসকে
 
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]