04/11/2025 করোনায় বিভাগে প্রাণ গেল আরো দুইজনের
রাজটাইমস ডেস্ক
২৮ এপ্রিল ২০২১ ২১:৫৫
বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) তাঁদের মৃত্যু হয়। এর মধ্যে পাবনায় একজন ও চাঁপাইনবাবগঞ্জে একজন মারা গেছেন।
বুধবার (২৮ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনটিতে জানানো হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৭৩ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৯০ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ জন মারা গেছেন রাজশাহীতে।
পাশাপাশি, চাঁপাইনবাবগঞ্জে ১৮ জন, নওগাঁয় ৩৩ জন, নাটোরে ১৭ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিভাগে নতুন ১২৯ জন রোগী শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘন্টায় বিভাগের ১৩৩ জন করোনা রোগ সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৪৫৯ জন। এদের মধ্যে ২৭ হাজার ৩৮৭ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৫৭২ জন কোভিড-১৯ রোগী।