480

03/13/2025 বাংলাদেশে নতুন হাইকমিশনার পাঠাচ্ছে ভারত

বাংলাদেশে নতুন হাইকমিশনার পাঠাচ্ছে ভারত

রাজটাইমস ডেস্ক

১৪ আগস্ট ২০২০ ১৮:৫৩

বাংলাদেশে নতুন হাইকমিশনার পাঠাচ্ছে ভারত। ১৭তম হাইকমিশনার হিসেবে বর্তমান হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাসের স্থলাভিষিক্ত করে বিক্রম কুমার দোরাইস্বামীকে এই পদে নিয়োগ দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানা যায়।

অন্যদিকে, বিদায়ী রীভা গাঙ্গুলী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে যোগ দিচ্ছেন।

শিগগির ঢাকায় আসতে যাচ্ছেন ভারতের ফরেন সার্ভিসের ১৯৯২ ব্যাচের এই কর্মকর্তা। তিনি বর্তমানে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। এর আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

দুই দেশের সম্পর্কে বেশ অভিজ্ঞ এই কূটনীতিক মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী থাকাকালে তার ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করেছেন বিক্রম দোরাইস্বামী। সেখান থেকে তিনি দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হন।

বাংলাদেশ-ভারতের বিভিন্ন বৈঠকে প্রতিনিধিত্ব করা দোরাইস্বামী যুগ্ম সচিবের দায়িত্ব পালন করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও মিয়ানমার ডেস্কে।

ভাষাতেও বেশ অভিজ্ঞতা রয়েছে কূটনীতিকের। ভারতের তামিলনাড়ু অঞ্চলের দোরাইস্বামী সম্প্রদায়ের বিক্রম হিন্দি ও ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাও জানেন। কারণ তার স্ত্রী একজন বাঙালি।

এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]