4802

03/13/2025 রাবিতে উদ্ধারকৃত মর্টারশেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী

রাবিতে উদ্ধারকৃত মর্টারশেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল ২০২১ ২৩:৫৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পুকুর থেকে উদ্ধার হওয়া মুক্তিযুদ্ধকালীন সময়ের মর্টার শেলটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর একটি টিম। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমি সংলগ্ন ফাঁকা মাঠে বিস্ফোরণ ঘটানো হয়।
বিস্ফোরণে বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, যেহেতু মর্টারশেল মিলিটারি অস্ত্র। এটি নিষ্ক্রিয় করণে আমাদের সক্ষমতা না থাকায় আমরা সেনাবাহিনীকে খবর দিই। আজ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে সেনাবাহিনীর একটি টিম উদ্ধার হওয়ার মর্টারশেলটি বিস্ফোরণ ঘটায়। এদিকে মর্টারশেলটি পুরোনো উল্লেখ বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, উদ্ধার হওয়া মর্টারশেলটি বেশ পুরোনো। শেলটি যেখান থেকে উদ্ধার হয়েছে। পাশেই পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পাস ছিল। ধারণা করা হচ্ছে এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের।
উল্লেখ্য, মঙ্গলবার রাবি জ্জোহা হল সংলগ্ন একটি পুকুরে মাছের খাবার দেওয়ার সময় মর্টার শেলটি লক্ষ্য করেন মাছচাষী শরীফ। পরে বগুড়া থেকে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় করণ টিম এসে এটি বিস্ফোরণ ঘটায়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]