4805

09/27/2024 বাঘায় গ্রামপুলিশকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

বাঘায় গ্রামপুলিশকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

রাজটাইমস ডেস্ক

২৯ এপ্রিল ২০২১ ০২:৪৫

 
রাজশাহীর বাঘায় সিটন আলী নামের এক গ্রামপুলিশকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আড়ানী ঝিনা পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সিটন আলী আড়ানী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের কর্মরত একজন গ্রামপুলিশ।
 
জানা যায়, উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা পূর্বপাড়া গ্রামের ছবির আলীর ছেলে ও ৩ নম্বর ওয়ার্ডের কর্মরত গ্রামপুলিশ সিটন আলী মাঠে তার জমি দেখতে যায়। এ সময় একই গ্রামের মিলন হোসেন তার কালাই রোপণ করা জমিতে ছাগল চরাচ্ছিলেন। এ সময় জমিতে ছাগল চরানোর বিষয়ে জানতে চান সিটন আলী। এনিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মিলন হোসেনসহ ৫-৬ জন হাতুড়ি, লোহার রড় দিয়ে সিটন আলীকে পিটিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় সিটন আলীর পিতা ছবির আলী বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। 
 
এ ঘটনায় মিলন হোসেনকে মারপিট করা হয়েছে, মর্মে সিটন আলীকে অভিযুক্ত করে থানায় পাল্টা অভিযোগ করা হয়েছে। মিলন হোসেন ঝিনা পূর্বপাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
 
এ বিষয়ে আড়ানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) মাসুদ রানা বলেন, সিটন আলী ও মিলন হোসেন আপন চাচাত ভাই। পূর্ব শত্রুতার জের ধরে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। উভয় পক্ষ আমাকে ডেকেছিল। সময় না পাওয়ায় যাওয়া হয়নি। শুনেছি উভয় পক্ষ থানায় অভিযোগ করেছেন। 
 
এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, এই ঘটনায় পাল্টাপাল্টি দুটি অভিযোগ করা হয়েছে। অভিযোগের পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
 
 
 

এসকে

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]