4820

05/06/2024 রাজশাহী বিভাগে করোনায় পাঁচজনের মৃত্যু

রাজশাহী বিভাগে করোনায় পাঁচজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল ২০২১ ০০:৩৪

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার তাঁদের মৃত্যু হয়। এর মধ্যে রাজশাহীতে একজন, পাবনায় তিনজন ও বগুড়ায় একজন মারা গেছেন। বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৭৮ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৯১ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ জন মারা গেছেন রাজশাহীতে।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৮ জন, নওগাঁয় ৩৩ জন, নাটোরে ১৭ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। বুৃধবার বিভাগে নতুন ১১৬ জন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগের ১৪৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৫৭৫ জন। এদের মধ্যে ২৭ হাজার ৫৩৪ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৫৮০ জন কোভিড-১৯ রোগী।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]