4829

05/17/2024 বাঘায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

বাঘায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজটাইমস ডেস্ক

৩০ এপ্রিল ২০২১ ১৪:৫৫

রাজশাহীর বাঘার জোতনশী এলাকার সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। তার নামে আদালতে ৫টি সাজা এবং ৩টি ওয়ারেন্ট রয়েছে। বৃহস্পতিবার  (২৯ এপ্রিল) সকাল ১০টায় নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। 
বাঘা থানা সূত্রে জানা গেছে, জোতনশী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাইফুল ইসলাম দীর্ঘ সময় ধরে মানুষের সাথে টাকা আদান-প্রদান সহ বিভিন্ন বিষয় নিয়ে নানা প্রতারণা করে আসছিলেন। তাকে নিয়ে গ্রামে অনেকবার সালিশ-বৈঠক হয়েছে। তিনি এলাকায় প্রতারক হিসাবে পরিচিত। 
 
সাইফুল ইসলামের নামে রাজশাহী চীফ জুডিশিয়াল আদালতে ৫টি সাজা মামলার ওয়ারেন্ট সহ ৩ টি সাধারণ  মামলার ওয়ারেন্ট রয়েছে। এ সকল মামলার অধিকাংশই চেক জালিয়াতি ও প্রতারণার মামলা। এর মধ্যে কয়েকটি মামলায় তার ১ থেকে ১০ বছর পর্যন্ত সাজা হয়েছে।
 
সাইফুল দীর্ঘ সময় পালিয়ে বেড়াচ্ছিলেন। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ সকাল ১০ টার দিকে নিজে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। 
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, সাইফুলকে (বৃহস্পতিবার) সকালে গ্রেফতারের পর ওইদিনই দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
 
 
 
 
এসকে
 
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]