485

03/14/2025 প্রথম ইরানি জ্বালানি কার্গো কবজায় নিল যুক্তরাষ্ট্র

প্রথম ইরানি জ্বালানি কার্গো কবজায় নিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

১৫ আগস্ট ২০২০ ০০:০৮

যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে এবার ইরানের তেলভর্তি নৌযান জব্দ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। খবর ওয়াল স্ট্রিট জার্নাল।

যুক্তরাষ্ট্র প্রথমবারের মত তাদের বৈরী শক্তি ইরানের জ্বালানী নৌযান জব্দ করল।

এর আগে মার্কিন কৌঁসুলিরা ভেনিজুয়েলায় পাঠাতে চাওয়া পেট্রোলবোঝাই ইরানের চারটি ট্যাংকার জব্দ করতে গত মাসে মামলা করেন।

মূলত দুই পক্ষের মধ্যকার অর্থনৈতিক চাপ বাড়াতেই সাম্প্রতিক প্রচেষ্টার ফল হল ইরানের এই নৌযান জব্দ করার ঘটনা।

ইরানের তেল রফতানিতে বাঁধা সৃষ্টির লক্ষেই মামলাটি করা হয়েছিল।

ক্ষমতায় আসার পর থেকে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যদিও তেহরানের বারংবার দাবি শান্তির জন্যই এসব ক্ষেপণাস্ত্র কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

আটককৃত নৌযানগুলির নাম হচ্ছে, লুনা, পান্ডি, বেরিং ও বেল্লা। উন্মুক্ত সাগর থেকে এসব জাহাজ আটক করা হয়েছে, যা বর্তমানে হাউস্টনের পথে রয়েছে।

আটকের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায় নি। তবে জাহাজগুলো জব্দ করার ক্ষেত্রে কোনো সামরিক শক্তির ব্যবহার করা হয়নি।

এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]