4854

03/12/2025 করোনায় প্রাণহানি ৩২ লাখ ছাড়াল

করোনায় প্রাণহানি ৩২ লাখ ছাড়াল

রাজটাইমস ডেক্স

২ মে ২০২১ ১৬:৫৪

করোনায় গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কেড়ে নিয়েছে আরও সাড়ে ১২ হাজারের বেশি মানুষের প্রাণ। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৩২ লাখ ছাড়িয়েছে। এছাড়া ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ৮৯ হাজার। বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের ১৫ কোটি ২৮ লাখ পেরিয়েছে।

ভাইরাসটিকে সবচেয়ে আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত ৩ কোটি ৩১ লাখ ৪৬ হাজার ৮ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৯০ হাজার ৭০৪ জন মারা গেছেন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৪৭ লাখ ২৫ হাজার ৯৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৬ হাজার ৫৬৫ জনের।
অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত এক কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৫৬ জন এবং মারা গেছেন ২ লাখ ১৫ হাজার ৫২৩ জন।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]