4872

08/31/2025 এবার স্পেনে ভারতীয় স্ট্রেইন সনাক্ত

এবার স্পেনে ভারতীয় স্ট্রেইন সনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

৩ মে ২০২১ ১৮:০৩

ভারতে সনাক্ত হওয়া বিধ্বংসী করোনাভাইরাসটির স্ট্রেইন এবার সনাক্ত হল ইউরোপের দেশ আফ্রিকায়।

দেশটির পর্তুগাল সীমান্তের কাছাকাছি স্পেনের শহর গালিসিয়ায় অবস্থিত বৃহত্তম মৎস্যবন্দর পোয়ের্তো দে ভিগোতে প্রথম কোভিড-১৯ এ পরিবর্তিত ভাইরাসটি শনাক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জানা হয়েছে, গত ২ মে সকালে যুক্তরাজ্য থেকে এই বন্দরে আসা সিঙ্গাপুরের পতাকাবাহী একটি কার্গো জাহাজের ক্রুদের নমুনা পরীক্ষা করে এটি সনাক্ত করা হয়।

কার্গো জাহাজে থাকা ২২ জন ক্রুর অধিকাংশই ভারতীয় ছিল বলে জানা গেছে। এ জন্য বন্দর কর্তৃপক্ষ সতর্কতার সঙ্গে এসব ক্রুকে পর্যবেক্ষণ করে।

নাবিকদের নমুনা পরীক্ষা করে তিনজনের ভারতীয় স্ট্রেইনের করোনাভাইরাস শনাক্ত হয় বলে জানিয়েছে সেখানকার হাসপাতাল কর্তৃপক্ষ।

তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ তথ্যানুসারে তারা শারীরিকভাবে উন্নতির দিকে।

সনাক্তকৃত নাবিকদের জাহাজটিকে লকডাউনের আওতায় রেখেছে কর্তৃপক্ষ এবং আগামী ১০ মে পর্য়ন্ত এই লকডাউন বলবৎ থাকবে।

তবে নৌবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজ কর্তৃপক্ষ চাইলে কোনো হোটেলে হোম কোয়ারেন্টিন করার অনুমতি দেবে।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]