489

04/12/2025 প্রয়াত এন্ড্রু কিশোরের স্মরণ সভা 

প্রয়াত এন্ড্রু কিশোরের স্মরণ সভা 

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট ২০২০ ০৩:৪৫

প্রয়াত এন্ড্রু কিশোরের স্মরণে প্রার্থনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজশাহী নগরীর সিটি চার্চে এ সভার আয়োজন করা হয়। বিকেল ৪টা থেকে পরিবারের সদস্য, সহকর্মী ও ভক্তরা চার্চে আসতে শুরু করেন। এরপর চার্চের সভা কক্ষে সাড়ে ৪টার দিকে শুরু হয় প্রার্থনা ও স্মরণ সভা। এ অনুষ্ঠানকে তিন পর্বে ভাগ করা হয়। প্রার্থনা সভা, স্মৃতি চারণ ও উপাসনা সংগীত।

প্রথম পর্বে সভায় প্রয়াত এই কিংবদন্তির বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। প্রার্থনা সভা পরিচালনা করেন সিটি চার্চে ফাদার আশীষ মন্ডল। ২য় পর্বে সিটি চার্চ সম্পাদক নোয়েল পার্থের পরিচালানায় স্মৃতিচারণ করেন শিল্পীর স্ত্রী, সন্তান ও বড়বোনসহ সহকর্মীরা।

৩য় পর্বে শুরু হয় উপাসনা সংগীত। উপাসনা সংগীত পরিচালনা করেন লরেন্স মন্ডল। সংগীত পরিবেশন করেন লরেন্স মন্ডল ও তার দল।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]