4894

05/02/2024 আজ মমতার শপথগ্রহণ, উপস্থিত থাকছেন যেসব হেভিওয়েট

আজ মমতার শপথগ্রহণ, উপস্থিত থাকছেন যেসব হেভিওয়েট

রাজটাইমস ডেক্স

৫ মে ২০২১ ১৫:০২

আজ বুধবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিতে চলেছেন মমতা ব্যানার্জি। করোনা আবহে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে অনাড়ম্বরভাবে। এর মধ্যেও আমন্ত্রিতের তালিকায় রয়েছে বেশ কয়েকজন হেভিওয়েটদের নাম।

যেহেতু করোনাবিধি মেনে খুব অল্প মানুষের উপস্থিতিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে, তাই বাছাই করা ব্যক্তিত্বরাই এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন। উল্লেখ্য, গত দু'বারই মমতার শপথগ্রহণ অনুষ্ঠানে ভিন রাজ্যের অনেক হেভিওয়েটের উপস্থিত থাকতে দেখা গেছে। তবে করোনা আবহে এবার সেই প্রথা ভাঙছে। তবে রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে ডাকা হয়েছে বিরোধী নেতাদের।


মমতা ব্যানার্জির শপথগ্রহণ আমন্ত্রিতদের তালিকায় থাকছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মনোজ টিগ্গা। আমন্ত্রণ জানানো হয়েছে সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীকে ৷ আমন্ত্রণ গেছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের কাছেও। এছাড়াও বুধবারের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে কলকাতায় থাকা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে। আমন্ত্রণ করা হয়েছে ইস্টার্ন কমান্ডও।

তৃণমূলের পক্ষ থেকে ওই অনুষ্ঠানে থাকবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সুব্রত মুখোপাধ্যায়, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল যুব সভাপতি অভিষেক ব্যানার্জি ও কলকাতা পৌরনিগমের পৌর প্রশাসক ফিরহাদ হাকিম। এছাড়া এমপি হিসেবে উপস্থিত থাকবেন দেব ও শতাব্দী রায়। আমন্ত্রণ করা হয়েছে বিসিসিআইয়ের প্রধান সৌরভ গাঙ্গুলিকেও।
সূত্র : হিন্দুস্তান টাইমস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]