03/14/2025 চাঁপাইনবাবগঞ্জে নেই পাইকার, চাষিদের বুকে হাহাকার
নিজস্ব প্রতিবেদক:
৭ জুন ২০২০ ০৬:২৪
দেশের বৃহত্তম আম উৎপাদনকারী এলাকা চাঁপাইনবাবগঞ্জের আম বাজারে আসা শুরু হয়েছে। তবে করোনার কারণে বাজারে ক্রেতারা তেমন আসছেন না। এবার অন্যান্য বছরের তুলনায় একটু দেরিতে গোপালভোগ ও খিরসাপাত আমবাজারে এসেছে। আবহাওয়ার জন্য এরকমটাহয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শনিবার জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গুটিকয়েক ব্যবসায়ী গোপালভোগ ও খিরসাপাত আম বাজারে নিয়ে এসেছেন। অস্থায়ী ভাবে নির্মিত টিনের চালার নিচে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে আমের ঝুড়ি। তবে অনেকটাই ক্রেতাশুন্য এসব বাজার।
আম ব্যবসায়ীদের সাথেকথা বলে জানা যায়, ঘূর্ণিঝড় আম্ফানের কারণে প্রচুর আম ঝরে পড়ে তাই আমদানিও অন্য বছরের তুলনায় কম। তবে মোবাইলের মাধ্যমে পুরাতন পাইকাররা অর্ডার দিলে তাদের চাহিদা মতো কিছু কিছু আম পাঠানো হচ্ছে। কিন্তু এরকম সংখ্যা খুব কম। এখানে এসে আম কেনার পাইকার নাই।
দামের ব্যাপারেও সন্তুষ্ট নন ব্যবসায়ীরা। গতবছর যেখানে শুরুর দিকে গোপালভোগ ও খিরসাপাত আমের দামছিল ২৪০০ টাকা থেকে ৩০০০ টাকার মধ্যে। সেখানে ক্রেতা না থাকায় অনেক কমেই এবার বিক্রি করতে হচ্ছে।
উল্লেখ্য যে, এবার জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন।