03/14/2025 রাবির সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান ড. মুসতাক আহমেদ
রাজটাইমস ডেস্ক
৫ মে ২০২১ ২১:৩৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মুসতাক আহমেদ।
বুধবার (৫ মে) দুপুর ১২ টায় আগামী তিন বছরের জন্য তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
অধ্যাপক মুসতাক আহমেদ এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিভাগের সদ্য বিদায়ী চেয়ারম্যান সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন।
ড. মুসতাক আহমেদ ২০০১ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে শিক্ষকতা করছেন।
শিক্ষা জীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে থেকেই বিএসএস এবং এমএসএস পাশ করেন প্রথম শ্রেণিতে প্রথম হয়ে। ২০০১ সালের ২২ সেপ্টেম্বর সিলেকশন বোর্ড ও ২৮ সেপ্টেম্বর সিন্ডিকেট সভার সুপারিশক্রমে প্রভাষক হিসেবে যোগ দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে।