04/17/2025 ৭০ লাখ জাল টাকা উদ্ধার : আটক ৩
রাজ টাইমস ডেস্ক
১৫ আগস্ট ২০২০ ০৪:০৫
রাজধানীর নয়াপল্টন থেকে ৭০ লাখ টাকার জাল নোট জব্দ করেছে ডিবি পুলিশ। এছাড়া নোট তৈরির সরঞ্জামসহ ৩ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একইসাথে সারাদেশে ছড়িয়ে থাকা চক্রটির অন্য সদস্যদের ধরতেও কাজ চলছে।
জানা যায়, এখানে জাল টাকার নোট তৈরি করতে ছাপাখানার একজন দক্ষ রংয়ের মিস্ত্রি জলছাপসহ কাগজ প্রিন্টের উপযুক্ত করে দিতেন। তারপর আরেকজন কম্পিউটার অপারেটর অ্যাডোবি ফটোশপের মাধ্যমে দৈনিক তৈরি করতেন ৭০ লাখ টাকার জাল নোট। আর সারাদেশে ডিলারের কাছে সাপ্লাই দিতেন মালিক। তারা ১ লাখ টাকার জাল নোট ৮ থেকে ৯ হাজার টাকায় বিক্রি করতেন। অবৈধ এই কাজটি তারা করছেন কয়েকমাস ধরে। মানিক নামের এক কারবারির কাছে হাতেখড়ি তাদের।
গুলশানের (ডিসি, ডিবি) মশিউর রহমান বলেন, এই বিষয়ে মামলা করা হবে। এর সাথে জড়িত অন্যদেরও ধরার চেষ্টা চলছে। রাজধানীসহ সারাদেশে জাল নোট সরবরাহ করতেন তারা। আটক ৩ জন বলেছে জাল টাকার কারবারি আছে কয়েক হাজার ব্যক্তি। নেটওয়ার্ক ছড়িয়ে আছে সারাদেশে।