4956

03/15/2025 করোনায় মৃত্যু ছাড়াল ৩২ লাখ ৯৫ হাজার

করোনায় মৃত্যু ছাড়াল ৩২ লাখ ৯৫ হাজার

রাজটাইমস ডেক্স

৯ মে ২০২১ ১৫:৪৯

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৮৩ লাখ ছাড়িয়েছে। একই সময়ে করোনায় মারা গেছে ৩২ লাখ ৯৫ হাজার ৯৭৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩ কোটি ৫৭ লাখ ১৩ হাজার ১০৪ জন।

রবিবার (৯ মে) সকাল ৭টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য জানায়।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৫৬৫ জন। আর মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৫৮৭ জন।
আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ২২ লাখ ৯৫ হাজার ৯১১ জন। এর মধ্যে ২ লাখ ৪২ হাজার ৩৯৮ জনের মৃত্যু হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]