497

03/14/2025 বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীরের প্রয়াণ

বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীরের প্রয়াণ

রাজটাইমস ডেস্ক

১৫ আগস্ট ২০২০ ১৯:৪৮

করোনাক্রান্ত বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর দুই দিন ধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে তাঁর জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ১০ মিনিটে প্রাণ হারান তিনি।

প্রয়াত শিল্পীর মেয়ে মুনিরা বশীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) শারিরীক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (১৪ আগস্ট) করোনা পরীক্ষায় পজিটিভ হন তিনি। তিনি অনেক দিন ধরেই হৃদ্‌রোগ, ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। 

দেশের শিল্পকলার জগতে মুক্তা দিয়ে নিজের নাম খচিয়েছেন ১৯৩২ সালের ১৭ আগস্ট জন্ম নেয়া এই মহান শিল্পী। দৃশ্যশিল্পের বিভিন্ন শাখায় যেমন বিচরণ করেছেন তিনি, তেমনি সৃজনকলার অন্য দুটি মাধ্যম সাহিত্য ও চলচ্চিত্রেও রেখেছেন সৃজন-প্রতিভার স্বাক্ষর।

শিল্প জগতে দুহস্তে রসদ জুগিয়েছেন এই শিল্পী। ১৯৪৭ সালের দেশ বিভাগের পর সদ্য বিকাশমান এই অঞ্চলের দ্বিধাগ্রস্ত শিল্পকলাকে যাঁরা পর্যাপ্ত আস্থা ও উপাদান জুগিয়েছেন, তিনি অবশ্যই তাঁদের মধ্যে অন্যতম।

একাধারে চিত্রশিল্পী, ভাষাসংগ্রামী, গবেষক ও ঔপন্যাসিক ছিলেন প্রখ্যাত ভাষাবিজ্ঞানী ড. মোহাম্মদ শহীদুল্লাহর এই সুযোগ্য পুত্র। তাঁর গল্প, উপন্যাস, এমনকি তাঁর কবিতাও মূলত আত্মজৈবনিক।

দেশের ভাষা আন্দোলনে ও রয়েছে  এই মহান ব্যক্তির অবদান। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছাত্রদের মিছিলে পুলিশের গুলিবর্ষণের পর রক্তাক্ত আবুল বরকতকে যাঁরা হাসপাতালে নিয়ে যান, মুর্তজা বশীরও তাঁদের মধ্যে ছিলেন।

চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৯৮০ সালে একুশে পদক লাভ করেন এই প্রতিভাবান চিত্রশিল্পী। একই কাজে স্বাধীনতা পুরস্কার পান ২০১৯ সালে। কর্মজীবনে তিনি দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।

চিত্র শিল্পের কিংবদন্তী মুর্তজা বশীরের ‘দেয়াল’, ‘শহীদ শিরোনাম’, ‘পাখা’, ‘রক্তাক্ত ২১ শে’ শিরোনামের চিত্রকর্মগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য।

বিচিত্র প্রতিভায় নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। পেইন্টিং ছাড়াও ম্যুরাল, ছাপচিত্রসহ চিত্রকলার বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন তিনি। এ ছাড়া লিখেছেন বই এবং গবেষণা করেছেন মুদ্রা ও শিলালিপি নিয়েও। বেশ কিছু উল্লেখযোগ্য দেয়ালচিত্র করেছেন মুর্তজা বশীর।

এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]