4971

03/14/2025 রাবিতে টিকা রেজিষ্ট্রেশনে সমস্যায় যা করণীয়

রাবিতে টিকা রেজিষ্ট্রেশনে সমস্যায় যা করণীয়

রাজটাইমস ডেস্ক

১০ মে ২০২১ ২১:১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোভিড-১৯ এর টিকা রেজিষ্ট্রেশনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকেই। শিক্ষার্থীদের অনেকেই লগইন করতে পারছে না আবার অনেকেই লগইন করে শিক্ষাবর্ষগত সমস্যায় রেজিষ্ট্রেশন করতে পারছে না।

আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী, মেসবাহ শোভন বলেন, আমি লগইন করেছি, কিন্তু রেজিষ্ট্রেশন করতে পারছি না। 

এই বিষয়ে যোগাযোগ করা হলে,  রাজটাইমসকে আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর ড. বাবুল ইসলাম বলেন, সমস্যার যারা মুখোমুখি হচ্ছেন তাদের সমস্যা সমাধানে লগইন পেজে একটি ইমেইল সংযুক্ত করা হবে। শিক্ষার্থীরা ওই ইমেইলের মাধ্যমে তাদের অভিযোগ জানাতে পারবে।

অভিযোগে শিক্ষার্থীর নাম, রোল ও সেশন উল্লেখ করতে হবে।

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]