4974

09/27/2024 শাড়ি-লুঙ্গি পেলেন বাঘার ৩ হাজার নারী-পুরুষ

শাড়ি-লুঙ্গি পেলেন বাঘার ৩ হাজার নারী-পুরুষ

বাঘা প্রতিনিধি

১১ মে ২০২১ ০৩:১৩

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে বাঘা পৌরসভার ৯টি ওয়ার্ড এলাকার ৩ হাজার নারী-পুরুষের মাঝে ঈদ উপহার স্বরুপ একটি করে শাড়ি ও লুঙ্গী বিতরণ করেছেন বাঘা পৌরসভার প্যানেল মেয়র ও বাঘা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু।
সোমবার (১০ মে) সকাল ৮টায় প্যানেল মেয়রের বাড়ির প্রাঙ্গণে এসব বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে শাহিনুর রহমান পিন্টু বলেন- পবিত্র ঈদুল ফিতরের দিনে কেউ যেন আনন্দ থেকে বাদ না পড়ে সে জন্য সর্বস্তরের নারী-পুরুষের মাঝে উপহার প্রদান করা হচ্ছে। এটা শুধু একটা শাড়ি-লুঙ্গী নয়, এর মাধমে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়া। এটি যেন পবিত্র ঈদুল ফিতরের আনন্দের আগে আরো একটি আনন্দ।

এ সময় উপস্থিত থেকে এসব বিতরণ করেন প্যানেল মেয়রপত্নী ফজীলা বেগম, পিতা মসলেম উদ্দীন, ভাই ফয়সাল আহম্দে তুহিন, সুজন মাহমুদ প্রমুখ।

 

 

এসকে

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]