5001

09/27/2024 ভারত থেকে ফেরা তিনজনের করোনা শনাক্ত

ভারত থেকে ফেরা তিনজনের করোনা শনাক্ত

রাজ টাইমস ডেস্ক

১৫ মে ২০২১ ০৩:৫৪

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরা আরও তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশে আসার পর কোয়ারেন্টিনে তাদের নমুনা পরীক্ষা করা হয়।

শুক্রবার (১৪ মে) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে পরীক্ষার রিপোর্ট পাঠানো হয়। তবে শনাক্ত করোনাভাইরাস ভারতীয় ধরন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষার রিপোর্ট আইইডিসিআরে পাঠানোর পর বিষয়টি জানা যাবে বলে জানান ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা।

যে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে তারা হলেন- মোক্তার হোসেন, রফিকুল ইসলাম ও রকেট হোসেন। তাদের বাড়ি নাটোরের সিংড়া উপজেলা ও বরিশাল জেলায় বলে জানানো হয়েছে।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বলেন, করোনাভাইরাস শনাক্ত হওয়াদের সদর হাসপাতালের করোনা ইউনিটে রাখা হয়েছে। তাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে।

সম্প্রতি যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আসা ১৬৭ জনকে ঝিনাইদহের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে ও এইড ফাউন্ডেশনের আবাসিক ভবনে কোয়ারেন্টিনে রাখা হয়। আর মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে গত ১০ মে অবৈধভাবে আসা ২৮ জনকে রাখা হয় জেলা শহরের আজাদ রেস্ট হাউসে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]