03/13/2025 চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শোক দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
১৫ আগস্ট ২০২০ ২২:১৮
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন, বিচার বিভাগ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করে।
শনিবার (১৫ আগষ্ট) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক ও পুলিশ সুপার এএইচএম আব্দুর রাকিব।
এদিকে জেলা আওয়ামী লীগ অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওদুদসহ অন্যরা।
পরে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধু মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
#এনএস