5010

04/20/2025 আম কুড়াতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

বাঘা প্রতিনিধি

১৬ মে ২০২১ ০৩:০৮

আম কুড়াতে গিয়ে রাজশাহীর বাঘায় বজ্রপাতে জহুরুল ইসলাম বাবু নামের একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৫ মে) বিকেল সাড়ে ৩টায়। জহুরুল ইসলাম বাবু উপজেলার বাউসা ইউনিয়নের চকরপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে।
 
এ বিষয়ে বাউসা ইফনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, বাড়ির পাশে আম কুড়াতে যায় জহুরুল ইসলাম বাবু (৩২)। এ সময় বজ্রপাতে সে গরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। রাতে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। 
 
 
 
 
 
এসকে

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]