5029

03/15/2025 রাবিতে প্রদর্শিত হল 'হাসিনা: এ ডটার’স টেল'

রাবিতে প্রদর্শিত হল 'হাসিনা: এ ডটার’স টেল'

রাজটাইমস ডেস্ক

১৮ মে ২০২১ ০২:৫৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শেখ হাসিনাকে নিয়ে নির্মিত 'হাসিনা: এ ডটার'স টেল' চলচ্চিত্রটি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রদর্শিত হয়েছে।

সোমবার (১৭ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গনে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।

এই সময় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. লুৎফর রহমান, আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. হাসিবুল আলম প্রধান সহ অর্ধশতাধিক শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার পর দীর্ঘ ছয় বছরের অপেক্ষা শেষে ১৯৮১ সালে ১৭ মে নিজে দেশে ফিরে আসেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর হত্যার সময় জার্মানিতে অবস্থান করা শেখ হাসিনা ফোনের মাধ্যমে জানতে পারেন বঙ্গবন্ধু হত্যার কথা। এরপরের ছয়টি বছর জীবনে অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে তাকে। দীর্ঘ ছয় বছরের প্রতীক্ষা ও লড়াইয়ের গল্প ফুটিয়ে তোলা হয় “হাসিনা- এ ডটারস টেল” চলচ্চিত্রে।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]