5036

04/18/2025 নাটোর কারাগারে হাজতির মৃত্যু

নাটোর কারাগারে হাজতির মৃত্যু

শহীদুল হক সরকার, নাটোর

১৮ মে ২০২১ ২১:৫০

নাটোর কারাগারের এক হাজতি মঙ্গলবার নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছে। মারা যাওয়া হাজতী জহুরুল ইসলাম জেলার বাগাতিপাড়া উপজেলার চক শ্রীরামপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

নাটোর কেন্দ্রীয় কারাগার ও নাটোর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ নভেম্বর থেকে একটি মামক মামলায় আটক হয়েছে জহুরুল ইসলাম এই কারাগারে ছিলেন। সোমবার অসুস্থ্য হয়ে পড়লে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিতসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়েছে। নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিতসক মঞ্জুরুল ইসলাম মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।



প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]