5046

03/14/2025 চাকরিতে যোগদান করতে চায় রাবির সেই ১৩৭ জন

চাকরিতে যোগদান করতে চায় রাবির সেই ১৩৭ জন

রাজটাইমস ডেস্ক

১৯ মে ২০২১ ২১:০৭

শিক্ষামন্ত্রণালয় কর্তৃক অবৈধ ঘোষিত এবং যোগদানের কার্যক্রম স্থগিত হলেও চাকরীতে যোগদান করতে চান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত সেই ১৩৭ জন। তারা বলছেন, যোগদান স্থগিত থাকায় তাদের পরিবারগুলো দুশ্চিন্তায় আছেন।

বুধবার (১৯ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মকর্তা কর্মচারীদের পক্ষে এসব কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্বস্ত সূত্রে তারা জানতে পারেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক- কর্মকর্তা-কর্মচারীর সাত শতাধিক পদ দীর্ঘদিন যাবত শূণ্য রয়েছে। উক্ত শূণ্যপদে নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করে সিভি জমা দেন। গত ৫ মে বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য ১৯৭৩ এর অধ্যাদেশের ক্ষমতা বলে শূন্য পদের বিপরীতে ছাত্রলীগ, যুবলীগের সাবেক বর্তমান নেতাকর্মীদের ১৩৭ জনকে অস্থায়ী ভিত্তিতে ৬ মাসের জন্য নিয়োগ দেন। যারা স্বাধীনতাবিরোধী জামাত-শিবির চক্রের হাতে হামলাসহ নানা ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও নিয়োপ্রাপ্তদের একজন আব্দুল্লাহ আল মাসুদ লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৭৩ এর অধ্যাদেশ অনুযায়ী নিয়োগকে অবৈধ বলার সুযোগ নেই। যদি অবৈধ ঘোষণা করতে হয় তাহলে ৭৩ এর অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারা বাতিল করা উচিত ছিলো বলে দাবি করেন। এছাড়া যোগদানের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রীর নিকট আবেদন জানান তারা।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দলীয় টেন্টে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টগর মোহাম্মদ সালেহ, ইলিয়াছ হোসেন, ফারুক হোসেন, আতিকুর রহমান সুমন, তৌহিদ মোর্শেদ সহ প্রায় ৪০ জন।

উল্লেখ্য, গত ০৫ মে বিদায়ী উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান ১৩৭ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়ে যান। গত ৬ মে নিয়োগকে অবৈধ ঘোষণা করে তদন্ত কমিটি গঠন করেন শিক্ষামন্ত্রণালয়। পরে ৮ মে যোগদান স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]