03/14/2025 শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি জানাল রাবির শিক্ষক-শিক্ষার্থীরা
রাজটাইমস ডেস্ক
২৫ মে ২০২১ ২২:৩৯
স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে দেশের সকল প্রতিষ্ঠান খুলে দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে স্টুডেন্ট রাইটস এসোসিয়েশন।
মঙ্গলবার (২৫ মে) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
সংগঠনের সিনিয়র সদস্য জাবেদুল ইসলাম মনির সঞ্চালনায় ও সভাপতি কে এ এম সাকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপস্থিত বিভিন্ন শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।
এই সময় ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আসিফ, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মতিউর রহমান, সমাজ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী জেবা মাকসুরা।
স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে শিক্ষার্থীরা অনালইনে আসক্ত হয়ে পড়ছে। হতাশা কাজ করছে। এর জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকে দায়ী করেন তারা।
বক্তব্য রাখেন আইন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আবদুল আলিম, আরবী বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসুদ, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দীন।
অধ্যাপক আবদুল আলিম তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা মানসিক সমস্যার সম্মুখীন হচ্ছে। অনেক শিক্ষার্থী অনলাইন গেমে আসক্ত হয়ে পড়ছে।
বিশ্ববিদ্যালয়গুলোর বাজেটে শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা জোর দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্মত খাবারের ব্যবস্থা উচিত যাতে তাদের ইমিউনিটি সিস্টেম শক্তিশারী হয়।
আরবী বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, সভ্য দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশে দীর্ঘ সময় ধরে শিক্ষা-কার্যক্রম বন্ধ আছে। সরকার চাইলে বিকল্প ব্যবস্থার মাধ্যমে শিক্ষা-কার্যক্রম চালু রাখতে পারতেন। সরকার সেটি করেননি। এখন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য অবনতির দিকে যাচ্ছে।
ফরিদ উদ্দীন খান তার বক্তব্য বলেন, শুধু শিক্ষার্থীরা নয় শিক্ষরাও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন। অনেক সময় পারিবারিক পরিমণ্ডলে এর প্রভাব পড়ছে। কখনও কখনও পরিবারের সদস্যদের উপরে আচরণ কঠোর হয়ে যাচ্ছে। অন্যদিকে অনলাইনে শিক্ষাকার্যক্রম চালিয়ে নেওয়াও সম্ভব হচ্ছেনা।
করোনা প্রতিরোধে কি ভূমিকা রাখা দরকার সেটি বিশ্ববিদ্যালয়েই গবেষণা হওয়ার কথা। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কারণে অনেক গবেষণা কার্যক্রম স্থবির
শিক্ষকরা বলেন, এই সময় দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান।
এসএইচ