5154

03/14/2025 ‘মহামারির অবসান ঘটাতে ৭০ শতাংশ মানুষকে টিকা দিতে হবে’

‘মহামারির অবসান ঘটাতে ৭০ শতাংশ মানুষকে টিকা দিতে হবে’

রাজটাইমস ডেক্স

২৯ মে ২০২১ ১৬:২৬

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এমন পরিস্থিতিতে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের পরিচালক এই সতর্কবার্তা দিয়েছেন- বিশ্বের অন্তত ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়া না হলে করোনা মহামারির অবসান হবে না।

হান্স ক্লুগ জানিয়েছেন, বিভিন্ন দেশ ও জনগোষ্ঠীকে অবশ্যই মহামারি সম্পর্কে উদাসীন থাকা যাবে না। তিনি বলেছেন, ‘ভাববেন না কোভিড-১৯ মহামারি শেষ হয়ে গেছে। মহামারি তখনই অবসান হবে যখন আমরা অন্তত ৭০ শতাংশ জনগোষ্ঠীকে টিকা দেওয়া শেষ করতে পারব।’

এ পর্যন্ত বিশ্বের ৫৩টি দেশের ২৬ শতাংশ জনগোষ্ঠী করোনার এক ডোজ টিকা পেয়েছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ৩৬ দশমিক ৬ শতাংশ জনগোষ্ঠী এক ডোজ এবং ১৬ দশমিক ৯ শতাংশ পুরো দুই ডোজ টিকাই পেয়েছে।
ক্লুগ জানিয়েছেন, তার অন্যতম প্রধান উদ্বেগের বিষয় হচ্ছে সংক্রামক নতুন ভ্যারিয়েন্টের সংখ্যা বৃদ্ধি।

তিনি বলেন, ‘উদাহরণ হিসেবে আমরা জানি, B.1617 (ভারতীয় ভ্যারিয়েন্ট) ব্রিটিশ ভ্যারিয়েন্টের (B.117) তুলনায় অনেক বেশি সংক্রামক, যেটি ইতোমধ্যে আগের স্ট্রেনের তুলনায় অনেক বেশি সংক্রামক হয়ে উঠেছে।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]