5184

09/25/2024 বাঘায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

বাঘায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

বাঘা প্রতিনিধি

১ জুন ২০২১ ০৪:২৮

‘মুজিব বর্ষের শপথ করি-তামাকমুক্ত দেশ গড়ি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর বাঘায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়েছে। সোমবার (৩১ মে) সকালে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।  এ কর্মসূচির আয়োজন করে বাঘা উপজেলা প্রশাসন।
 
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য  রাখেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: লায়েব উদ্দিন লাভলু। তিনি বলেন, যা সেবন করলে মানব দেহের ক্ষতি হয়, সেটি থেকে আমাদের দুরে থাকা একান্ত আবশ্যক। আর যদি কেউ এটি মানতে না পারেন-তাহলে  মৃত্যুর জন্য তাঁকে প্রস্তুত থাকতে হবে। এটি  আমার কথা নয়, এগুলো পরামর্শ ডাক্তারদের। 
 
সভায় নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, শ্বাসতন্ত্র এবং হৃদরোগের অন্যতম প্রধান কারণ তামাক। তামাক ব্যবহারে করোনারি হার্ট ডিজিজ এবং স্ট্রোক হওয়ার ঝুঁকি বেড়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে দিবসটি চালু করে। সেই থেকে প্রতি বছর ৩১ মে বিশ্বজুড়ে এ দিবসটি পালন করা হয়। তাঁর মতে, আলাপাতা, গুল, বিড়ি, সিগারেট, গাঁজা, জর্দা, নিকটিন এগুলো সবই তামাকের মধ্যে পড়ে। এর বাইরেও যে সকল নেশা জাতীয় দ্রব্য আছে তা পরিহার করার জন্য তিনি সভায় উপস্থিত সকলকে জনসচেতনা সৃষ্টির আহবান জানান।  
 
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, রিজিয়া আজিজ সরকার, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার সকল দপ্তরের প্রধান কর্মকর্তা, শিক্ষক মন্ডলী, সাংবাদিক ও সুধী মহল।
 
 
 
 
এসকে

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]