5190

03/15/2025 ঢাকায় মুষলধারে বৃষ্টি, অফিসগামী মানুষের দুর্ভোগ চরমে

ঢাকায় মুষলধারে বৃষ্টি, অফিসগামী মানুষের দুর্ভোগ চরমে

রাজটাইমস ডেক্স

১ জুন ২০২১ ১৬:৪৩

রাজধানীতে আজ মুষলধারে বৃষ্টি হয়েছে। ভোর ৬টা থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে। আকাশ মেঘে ঢাকা রয়েছে।

সোমবার দিবাগত রাত ১টার দিকে বৃষ্টিপাতের শুরু। মাঝে একটু কমলেও সকাল থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। তলিয়ে গেছে রাজধানীর অনেক রাস্তা। ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। অনেক রাস্তায় পানির পরিমাণ এতটাই বেড়েছে যে গাড়ি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। ফলে কর্মজীবী ও অফিসগামী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

এদিকে আজ মঙ্গলবার ভোর ৬টার আগের ২৪ ঘণ্টার ঢাকায় ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]