03/16/2025 বাঘায় মাদক ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
রাজটাইমস ডেস্ক
২ জুন ২০২১ ০০:২৭
বাঘা প্রতিনিধি, রাজশাহী
রাজশাহীর বাঘা উপজেলায় ২০ গ্রাম হিরোইন, ৩৪১ পিচ ইয়াবা এবং ৬৬ হাজার ২০০ টাকা-সহ দুই ব্যাক্তিকে আটক করেছে রাজশাহী ডিবি পুলিশ। মঙ্গলবার (১ জুন) সকালে উপজেলার আলাইপুর-কিশোরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
বাঘা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলাইপুর কিশোরপুর এলাকার মৃত খোদা বক্সের ছেলে হায়দার আলী (৩৬) এর কাছে থেকে মঙ্গলবার সকালে ৩৪৩ পিচ ইয়াবা ও এবং নগদ ৩৫ হাজার ৯০০ টাকা উদ্ধার করে ডিবি পুলিশ।
এর আগে তারা হরিরামপুর এলাকায় অভিযান চালিয়ে ঐ গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী শিরিনা বেগম (৩৩) এর কাছে থেকে ২০ গ্রাম হিরোইন-সহ নগদ ৩০ হাজার ৩০০ টাকা জব্দ করেন।
বাঘা থানা তদন্ত (ইনেস্পেক্টর) মোয়াজ্জেম হোসেন জানান এ ঘটনায় রাজশাহী ডিবি পুলিশ বাদি হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। দুপুরে ধৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।