5219

09/17/2024 হল-ক্যাম্পাস খুলে দিতে রাবিতে আন্দোলন অব্যাহত

হল-ক্যাম্পাস খুলে দিতে রাবিতে আন্দোলন অব্যাহত

কে এ এম সাকিব, রাবি

৩ জুন ২০২১ ২২:০১

অবিলম্বে হল-ক্যাম্পাস খোলার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০৩ মে) সকাল ১১ টায় অবস্থান কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা প্রথমে সিনেট ভবনের সামনে অবস্থান নিয়ে পরবর্তীতে মিছিল সহযোগে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের গেটে অবস্থান নেয়।

এই সময় শিক্ষার্থীরা স্লোগান ও বক্তৃতার মাধ্যমে তাদের দাবি জানায়। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দেন আরবী বিভাগের অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ।

তিনি বলেন শিক্ষার্থীদের হল ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষাকার্যক্রম চালু করার দাবির সাথে আমি একাত্মতা প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনে উচিত অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে শিক্ষাক্রম চালু করা।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহব্বত হোসেন মিলনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন গণিত বিভাগের শিক্ষার্থী মাসুমা আক্তার, উম্মে হাবিবা, মারুফ, ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী রেজাউল ইসলাম সহ আরো অনেকে।

শিক্ষার্থীরা হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার সঠিক সিদ্ধান্ত না আসলে বৃহত্তর ও কঠোর কর্মসূচির দিকে যাওয়ার হুশিয়ারি দেন।

 

এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]