03/16/2025 ঢাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে নাটোরে ছাত্রদলের বিক্ষোভ
রাজটাইমস ডেস্ক
৩ জুন ২০২১ ২৩:০৭
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে পথশিশুদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের খাবার বিতরণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে নাটোরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ জুন) সকাল ৯টার দিকে শহরের তেবাড়িয়া হাট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে হুগোলবাড়িয়া ব্রিজে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, সিনিয়র সহ-সভাপতি মিনহাজুর রহমান মনির, পৌর সদস্য সচিব আলী হাসান, নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ শাখার আহ্বায়ক মোঃ জুবায়ের ও সদস্য সচিব মীর হাবিব।