5224

09/25/2024 বড়ালের জল আবার হোক টলমল

বড়ালের জল আবার হোক টলমল

রাজটাইমস ডেস্ক

৩ জুন ২০২১ ২৩:৩৯

নাটোর সংবাদদাতা

'বড়ালের জল আবার হোক টলমল' এই শ্লোগানকে সামনে রেখে বড়াল নদ রক্ষার দাবীতে ৪ জুন শুক্রবার সকালে নাটোরের বাগাতিপাড়ায় অনুষ্ঠিত হবে ১১কিলোমিটার পদযাত্রা।

বিশ্ব পরিবেশ ও দৌড় দিবস উপলক্ষ্যে বাগাতিপাড়া পাইলট হাইস্কুল মাঠ থেকে সকাল ৯টায় এই পদযাত্রা শুরু হবে।

পদযাত্রার অন্যতম প্রধান আয়োজক আরিফুর রহমান কনক জানান, নদী তার জন্ম থেকে প্রকৃতির ভারসাম্য রক্ষায় দৌড়ে চলেছে কিন্তু মানুষ তার ভারসাম্য নাব্যতা সবই নষ্ট করে দিচ্ছে। যার কারণে নিজের বিবেকের তাড়নায় প্রথমে নিজের মেয়ে নুসরাত জাহান কথা কে সাথে নিয়েই দ্রুত নদীর সীমানা নিন্ধারন,নদী খনন করে নদী রক্ষা, নদীর উপর নির্ভরশীল মানুষদের পাশে দাঁড়ানো ও পরিবেশ রক্ষাসহ কয়েকটি দাবীতে এই পদযাত্রার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু করেন।

পরে একে একে সমাজের নানা পেশার অনেক মানুষ তাদের সাথে যুক্ত হয়েছে। সবাইকে সাথে নিয়ে বাগাতিপাড়া পাইলট হাইস্কুল মাঠ থেকে সকাল ৯টায় শুরু হওয়া পদযাত্রা ১১কিলোমিটার পাড়ি দিয়ে একই উপজেলার জামনগর উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হবে।

সমাজের যেকোন শ্রেণী পেশার মানুষ দলমত নির্বিশেষে এই পদযাত্রায় অংশ নিতে পারবে। নদী রক্ষায় ব্যতিক্রমি এই পদযাত্রার আয়োজন জেলা জুড়ে যথেষ্ট সাড়া ফেলেছে।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]