5240

01/28/2026 করোনা কেড়ে নিল আরও ১০ হাজারের বেশি মানুষের প্রাণ

করোনা কেড়ে নিল আরও ১০ হাজারের বেশি মানুষের প্রাণ

রাজটাইমস ডেস্ক

৫ জুন ২০২১ ১৫:০৪

বিশ্বজুড়ে করোনাভাইরাসের তাণ্ডব থামছেই না। মাঝে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা কিছুটা কমলেও গত টানা চার দিন ধরে আবারও ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। গত ২৪ ঘণ্টায় চতুর্থ দিনের মতো এই ভাইরাস কেড়ে নিল আরও ১০ হাজারের বেশি প্রাণ। এ নিয়ে মোট প্রাণহানি ৩৭ লাখ ২৭ হাজার ছাড়াল।

ব্রাজিলে ১২শ’র কাছাকাছি মানুষের মৃত্যুতে, মোট প্রাণহানি ৪ লাখ ৭১ হাজারের কাছাকাছি। লাতিন দেশটিতে একদিনে শনাক্ত হল আরও ৩৮ হাজারের মতো সংক্রমণ।

যুক্তরাষ্ট্রে ধীরে হলেও বাড়ছে দৈনিক মৃত্যু; শুক্রবারও ৫১৭ জন মারা গেছে করোনায়। তবে, টিকাদান কর্মসূচি বৃদ্ধি পাওয়ায়, বেশিরভাগ রাজ্যেই নিয়ন্ত্রণে এসেছে ভাইরাসের বিস্তার।
আর্জেন্টিনা ও কলম্বিয়ায় ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণ করেছে ৫৩৮ জন। দুই লাতিন দেশেই নতুনভাবে শনাক্ত হয়েছে ৩০ হাজারের বেশি সংক্রমণ।

গোটা বিশ্বে একদিনে আরও ৪ লাখ ১৫ হাজার মানুষের দেহে মিলল ভাইরাসটির উপস্থিতি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]