03/15/2025 নওগাঁয় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
রাজটাইমস ডেস্ক
৫ জুন ২০২১ ১৫:১০
নওগাঁর মান্দায় অজ্ঞাতনামা যানবাহনের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর মোড়ের আদুরে সীমানা ব্রিকস এলাকায় গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বাদলঘাটা গ্রামের আছের আলীর ছেলে আপেল ও একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে পঁচা মিয়া।
মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, 'নিহতরা উপজেলার কুসুম্বা এলাকা থেকে একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে উল্লেখিত স্থানে অজ্ঞাতনামা যানবাহন তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আজ শনিবার সকালে নিহতদের লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।'