5251

09/25/2024 বাঘায় ইউএনও’র বাস ভবনে চুরির সময় যুবক আটক

বাঘায় ইউএনও’র বাস ভবনে চুরির সময় যুবক আটক

বাঘা প্রতিনিধি

৬ জুন ২০২১ ০২:৫৩

 
রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর বাস ভবনে দিনে-দুপুরে চুরির সময় হাতে-নাতে আটক হয়েছে মোহাম্মদ আলী নামের এক যুবক। শনিবার (৫  মে) দুপুরে তাকে আটক করা হয়। পরে নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা তাকে পুলিশে সোপর্দ করেন। 
 
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার চকছাতারী গ্রামের রুজদার আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৫) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবনের মূল ফটকের গ্রিল ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। এ সময় বাড়ির কেয়ারটেকার মর্জিনা বেগম চিৎকার শুরু করেন। স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে গণধোলাই দেয়। এসময় নির্বাহী কর্মকর্তা সরকারি একটি অনুষ্ঠানে বাইরে ছিলেন। 
উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতান বলেন, ঘটনার সময় আমি প্রাণি সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলাম। খবর পেয়ে বাসায় এসে দেখি এক যুবককে আটক করে রাখা হয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করি।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে চোরকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে উপজেলা পরিষদের সিএ শফিকুল ইসলাম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। ধৃত আসামিকে রবিবার আদালতে প্রেরণ করা হবে। 
 
 
 
 
 
 
এসকে

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]