5261

09/17/2024 রাবিতে হল খোলা রেখে পরীক্ষার দাবি: ১০ দিনের আলটিমেটাম

রাবিতে হল খোলা রেখে পরীক্ষার দাবি: ১০ দিনের আলটিমেটাম

কে এ এম সাকিব, রাবি

৬ জুন ২০২১ ১৮:২৭

স্থগিত থাকা পরীক্ষা সমূহ হল খোলা রেখেই নেয়ার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল-ক্যাম্পাস খোলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সাথে পুনরায় আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।

রবিবার ০৬ (জুন) বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় তারা।

এই সময় তারা বলেন, আমরা গত ২ জুন থেকে হল-ক্যাম্পাস খোলার দাবিতে আন্দোলন চালিয়ে আসছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ৩ জুন একটি মনগড়া সিদ্ধান্ত নিয়েছে যা মূলত আমাদের আন্দোলনকে দমানোর জন্য।

তারা দাবি করেন, শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তালবাহানা বন্ধ করে পরীক্ষা নেয়ার যে ঘোষণা দিয়েছে তার পূর্ন রূপরেখা হাজির করতে হবে। এবং হল না খুলে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানিয়ে সকল বর্ষের পরীক্ষা ও প্রয়োজনীয় ক্লাস শুরুর দাবি জানানো হয়।

এই সময় তারা সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১০ দিনের আলটিমেটাম দেন। দাবি না মানলে আগামী ১৭ জুন থেকে পুনরায় আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজের মহব্বত হোসেন মিলন, গণিত বিভাগের মারুফ, ফলিত গণিত বিভাগের রেজাউল ইসলাম, আরবী বিভাগের মাহফুজ আনাম প্রমুখ।

 

এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]