03/14/2025 নগরীতে আদিবাসী পরিষদের মানববন্ধন
রাজটাইমস ডেস্ক
১৭ আগস্ট ২০২০ ২২:০৭
রাজশাহী নগরীতে আদিবাসী নারী ধর্ষণ চেষ্টার আসামীদের গ্রেফতারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১১ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট মোড়ে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
পরিষদের রাজশাহী জেলার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়ের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, কেন্দ্রীয় সদস্য রাজকুমার শাও, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার সভাপতি উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সদস্য উত্তম কুমার মাহাতো বক্তব্য রাখেন।
বক্তারা গোদাগাড়ীর গোগ্রাম ইউনিয়নের ইটাহারী গ্রামে আদিবাসী নারী ধর্ষণ চেষ্টার ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তারা এ ঘটনার প্রধান আসামী পলাতক জহিরুল ইসলামকে দ্রুত গ্রেপ্তার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা বিচার দাবি করে ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সংগতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ৮ আগষ্ট দিবাগত রাতে আসামী জহুরুল ইসলাম (৪৫) ভুক্তভোগী প্রতিবেশী আদিবাসী নারীকে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ৯ আগষ্ট গোদাগাড়ী থানায় ঐ আদিবাসী নারী একটি অভিযোগ দায়ের করেন।
অন্যদিকে, একইদিন এই ঘটনাকে কেন্দ্র করে জহিরের ছেলে জাব্বারের নেতৃত্বে ১০-১২ জন ভুক্তভোগী পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। পরবর্তীতে হামলার ঘটনায় মামলা করা হলে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে।
প্রধান আসামী জহুরুল ইসলামকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারে নি। এদিকে সে প্রভাবশালী হওয়ায় এলাকায় ভুক্তভোগী পরিবারের মনে আতঙ্ক বিরাজ করছে।
এসএইচ